নড়াইলে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন

Date: 2023-09-06
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে  ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে(শেখ রাসেল মিনি ষ্ঠোডিয়াম) খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খাঁন নিলু।উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খাঁন নিলু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে মেধা শক্তি প্রকট হয়,শারিরিক মানসিক বিকাশ সাধিত হয় ও ক্রীড়াসুলভ মনোভাব তৈরি হয়।একজন খেলোয়ার দেশের জন্য অনেক অর্জন বয়ে আনতে পারে খেলাধুলা চর্চার ফলে তরুন প্রজন্ম মোবাইল ফেসবুকের আসক্তি ছেড়ে খেলার মাঠে ফিরে আসবে।

ফুটবল.কাবাডি,দাবা,সাঁতারসহ নানা ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

Leave Your Comments