প্রধানমন্ত্রীর ভারত সফরে তিন চুক্তি সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

Date: 2023-09-07
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

বার্তা বিচিত্রা ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে কৃষি খাত, সংস্কৃতি ও টাকা-রুপির বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জি টুয়েন্টি সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি ও যুদ্ধের কারণে জরুরি পণ্যের নিবির্ঘ্ন সরবরাহ নিয়ে বক্তব্য দেবেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে।

আব্দুল মোমেন জানান, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, সৌদি আরব, আর্জেন্টিনা, আরব আমিরাত, কানাডার শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকেলে বাংলাদেশ ও ভারতের দুই সরকারপ্রধান বৈঠকে বসছেন।

বাংলাদেশের আগামী নির্বাচন, আঞ্চলিক রাজনীতির নানা ইস্যুর কারণে এই দুই সরকারপ্রধানের বৈঠককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Leave Your Comments