ইবিতে বোতল-প্লাস্টিক বর্জ্যে বেহাল ড্রেন ব্যবস্থা, বাড়ছে জলাবদ্ধতা

Date: 2023-09-13
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


আহসান হাবীব রানাইবি।।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবিড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা।বোতলপ্লাস্টিক  পলিথিন বর্জ্যে ভর্তি হয়ে রয়েছে ড্রেন।এতে ড্রেনের স্বাভাবিক পানি চলাচল ব্যহত হয়ে পড়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বরসরেজমিনে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন গিয়ে এলাকার ড্রেনে  দৃশ্য দেখা যায়।


জানা যায়বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ডাস্টবিন সুবিধা নেই।এতে শিক্ষার্থীরা বিভিন্ন খাবার জাতীয় পণ্যের ব্যবহৃত প্লাস্টিক  পলিথিন যেখানে সেখানে ফেলে দেয়।এগুলো বৃষ্টির পানিতে ড্রেনে গিয়ে পড়ছে।ফলে ড্রেনগুলো এমন বেহাল দশায় পরিনতহয়েছে। 


বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী কবির হোসেন বলেন, 'একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় চলে আসে।ভাসতে থাকে পলিথিনচিপসের খালি প্যাকেট  প্লাস্টিকসহ নানা আবর্জনা।এসব ময়লার উৎস খুঁজতে গিয়ে দেখা গেলপ্রত্যেক এলাকার ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হলে সেখানে প্লাস্টিক পলিথিন পাওয়া যায়।এগুলোর কারণে ড্রেন বন্ধ হয়ে থাকে।জলাবদ্ধতা সৃষ্টি হয়।'


 বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন বলেন,বিশ্ববিদ্যালয়ের জনবহুল এলাকাগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করলে  সমস্যাগুলো কমে যাবে।প্রশাসনের নিকট দ্রুত পর্যপ্ত ব্যবস্থা গ্রহণেরদাবি জানাচ্ছি। 


 বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, 'আমাদের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট উন্নত তবে লোকবল সংকটে এমন হয়েছে।বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল না।আমি যতদ্রুত সম্ভব ড্রেন পরিষ্কারের ব্যবস্থাগ্রহণ করব।'

Leave Your Comments