ইবিতে আইইউসানস উদ্যোগে ফুটবল ট্যুর্নামেন্ট অনুষ্ঠিত

Date: 2023-09-20
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


আহসান হাবীব রানাইবি প্রতিনিধি।। 


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবিঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এন এস (আইইউসানসএর উদ্যোগে ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার১৯ সেপ্টেম্বরবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে সপ্তাহব্যাপী হওয়া  ট্যুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনালে বিজয় লাভ করে ধুমকেতু দল।


সপ্তাহব্যাপী আয়োজিত ট্যুর্নামেন্টে সংগঠনের সদস্যরা স্বপ্নচারীপাঞ্জেরীধূমকেতু  লিজেন্ডারি নামের চারটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে লিজেন্ডারি  পাঞ্জেরী টিম বাদ পড়ে। ফাইনাল খেলায় স্বপ্নচারী  ধূমকেতু দল দুটি অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে টাইব্রেকারে - গোলে বিজয়ী হয় বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান নেতৃত্বাধীন ধূমকেতু দল। 


উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা  দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ অলি উল্যাহ্  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসাইন মোহাম্মদ বুলবুল।


 এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোআতিকুর রহমান  সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সহ বর্তমান  সাবেক নেতৃবৃন্দ। 


 সময় প্রধান অতিথি মোহাম্মদ অলি উল্লাহ বলেন, শারীরিক ফিটনেস  মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা একটি অন্যতম মাধ্যমতাই আইইউসানস কে ধন্যবাদ জানায়  ধরনের আয়োজনের জন্য।"


সংগঠনের সভাপতি মোশাহীদ কাওসার বলেন,খেলাধুলা  শরীরচর্চা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।


তাছাড়া  ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।আগামীতেও আমরা নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য ধারাবাহিক ভাবে  ধরনের আয়োজন করবো।'

Leave Your Comments