নানিয়ারচরে অবৈধ গোল কাঠ উদ্ধার করে সেনাবাহিনী।

Date: 2023-10-06
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

 
মোঃ জাহিদুল আলম (নানিয়ারচর) প্রতিনিধিঃ
 
পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অবৈধভাবে নানান প্রজাতির গোল কাঠ পাচারকালে উক্ত গোল কাঠ উদ্ধার করে নানিয়ারচর সেনা জোন। 

আজ বৃহস্পতিবার (০৫-১০-২০২৩) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে নানিয়ারচর বুড়িঘাট আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ কেরাকুটাপাড়া এলাকা হতে ৮২.২ ঘনফুট গামারি ও সুরুজ গোল কাঠ অবৈধভাবে পাচারকালে পরিত্যক্ত অবস্থায় জব্দ করে সেনাবাহিনী। 

যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা এবং একইভাবে অভিযানে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামহরিপাড়া এলাকা হতে ৪,৭৯২ ঘনফুট অবৈধ সেগুন, গামারি কড়ই এবং বিবিধ গোল কাঠ আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা।

আটককৃত কাঠসমূহ প্রচলিত আইন অনুযায়ী বুড়িঘাট বনবিভাগের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে নানিয়ারচর জোনের সুদক্ষ দশের অধিনায়ক এসএম রুবাইয়াত হোসাইন(পিএসসি)।

তিনি আরো জানান, জনসাধারণের নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments