বরগুনার তালতলীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত

Date: 2023-10-06
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



মোঃ ইমরান হোসেন
বরগুনা জেলা প্রতিনিধিঃ 

শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও  উপজেলা শিক্ষা পরিবার সহায়তায় র‌্যালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু,

এ সময় বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে  সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। যার ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা। 

১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিল। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।

তালতলী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আঃ রহমান, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র হালদার,তালতলী ইসলামীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশিদ, সোবানপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কাবির,আলীর বন্দর এ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসন,নয়া ভাই জোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম,এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ  শম্ভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সোহাগ সহ আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Leave Your Comments