দুইদিনের ভারি বর্ষনে জন জীবন প্রায় অচল " অনাহারে দিন পার করছেন অনেকে

Date: 2023-10-06
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


ইঞ্জিঃ মাহাবুব হোসাইন ইলাহি
জেলা প্রতিনিধি (মাগুরা)।।

মাগুরা জেলায় গত দু'দিনের ভারি বর্ষনে মাগুরা, মহম্মদপুর বাসীর জন জীবন প্রায় অচল হয়ে পড়েছে।

উল্লেখ থাকে যে,গত দু'দিন ধরে টানা বর্ষন এর ফলে জনগণের চরম ভোগান্তি বেড়ে গেছে।কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।খেটে খাওয়ার মানুষেরা চরম বিপাকে পড়ে গেছে।সবজী  চাষীদের অনেকেরই মাথায় হাত।এদের অনেকেই পরের জমি লিজ নিয়ে সবজী চাষ করে থাকেন।ভারি বর্ষনে সব নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে এক সবজী চাষী জানান,তিনি সবেমাত্র এন,জি,ও থেকে টাকা লোন করে লালশাক,পুইশাক,ঘৃতকুমারি শাক,পেপের চারা, বরবটি সিমের চাষ করেছে।কিন্তু দু'দিন এর ভারি বর্ষনে সবই নষ্ট হয়ে গেছে।

এছাড়া,বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল জনসাধারণ   এর বাড়ির বাহির হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরই মধ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরিক্ষা শুরু হয়েছে।খুব কষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করছে।  বৃষ্টির কারণে মানুষের খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে,, স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি

Leave Your Comments