ঠাকুরগাঁও হরিপুরে পাথরকালীর পূজা হবে কিন্তু মিলন মেলা হবে না।

Date: 2023-11-30
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



গোলাম রব্বানী,
 হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও জেলায় হরিপুর সদর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় প্রাচীন কাল থেকে পাথরকালী নামক স্থানে ঐতিহাসিক পূজা হতো এবং  পাথরকালী পূজাকে কেন্দ্র করে  প্রাচীন ভারতবর্ষে বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের মিলন মেলা বা সীমান্ত মেলা  নিষিদ্ধ করা হয়েছে।

কেউ পাথরকালী পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন করলে বা ভারত-বাংলাদেশ  আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

২৯-১১-২০২৩ ইং তারিখে হরিপুর থানাধীন ভাতুরিয়া  ইউপির  গোবিন্দপুর জামুর কালি জিউ পাথরকালি মন্ডপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আরিফুজ্জামান মহোদয় ও অফিসার ইনচার্জ জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ সেখানে পরিদর্শন  করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আরিফুজ্জামানকে জিজ্ঞেস করা হলে তিনি জানান , মেলা হবে না,তবে পূজার সকল কার্যক্রম ঠিক থাকবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমনটাই প্রশাসনের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন।এ বিষয়ে হরিপুর সদর উপজেলায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave Your Comments