দেওয়ানগঞ্জে বীর-মুক্তিযোদ্ধার জীবনের নিরাপত্তা এবং বসতভিটা রক্ষার জন্য সংবাদ সম্মেলন।

Date: 2023-12-02
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



মোঃ আজাদ হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধ ঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি গ্রামের বাসিন্দা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম মাসুদ তার জীবনের নিরাপত্তা  ও বসতভিটা রক্ষার দাবিতে আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন । আজ শনিবার সকালে তার নিজ বাড়িতে । 

মুক্তিযোদ্ধ মাসুদ সংবাদ সম্মেলনে বক্তব্যতে বলেন, আমি ৬০ বছর ধরে এই জমিতে বসবাস করছি । জমিটি আমার নানা বাড়ির ওয়ারিশ মূলে আমার মায়ের ছিলো । এখন আমি মালিক । এখানে ২৩ শতাংশ জমি যা চিকাজানি মৌজার  ১৩৯০  নং দাগের ৯১৬ নং খতিয়ান ভুক্ত । এছাড়াও  আরো ১০ শতাংশ জমি আমার ক্রয় করা আছে । এই বাড়িতে আমি একাই বসবাস করি ।  ছেলে মেয়েরা চাকরির সুবাদে শহরে থাকে । 

আমাকে একা পেয়ে  আমার মায়ের চাচাতো ভাই মৃনাল মিয়া এবং তার ভাতিজা যুবায়ের ইসলাম তপু প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । এভাবে দীর্ঘদিন ধরে আমার  জমি দখলের চেষ্টা করছে ।  মাঝে মাঝেই আমার বাড়িতে হামলা করে । এর আগে একবার হামলা করে আমার স্ত্রী রেহানা বেগমের মাথা ফাঁটিয়ে দেয় । এরপর আরেকবার হামলা করে ঘরের জিনিসপত্র লুট করে । এমনকি ফলফলাদি এবং কাঠের গাছগুলো দিনদিন কেটে নিয়ে যায় ।   
 
আরো বলেন আমি একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আমার জীবনের কোন নিশ্চয়তা নেই । যে কোন সময় এদের হাতে খুন হতে পারি ।   

আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করছে ।

Leave Your Comments