জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ নিহত

Date: 2023-12-03
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


হাফিজুর রহমান 
জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি দুমড়ে মুচড়ে  গেছে। এতে আহসান হাবিব (৩৩) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।
দুর্ঘটনায় আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম (৪৩) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজানগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল হক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তারা দু’জন জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন।

কামরুল হাসান দিপ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘প্রচণ্ড শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখি, এক পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশেই রয়েছেন আরেকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’ তিনি জানান, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের গেট ব্যারিয়ার নামানো ছিল না, এমনকি সেখানে কোনো লোকও ছিল না।

জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী একটি মেইল ট্রেন আজ রোববার ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহবুবুর রহমান আরও বলেন, কনস্টেবল আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামান।

Leave Your Comments