হরিপুরে প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থবার্ষিক সম্মেলন।

Date: 2024-02-17
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



গোলাম রব্বানী,
 হরিপুর উপজেলা প্রতিনিধিঃ

দীর্ঘদিন প্রতীক্ষার পর বাংলাদেশ শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার চতুর্থবার্ষিক সম্মেলনে,সর্বসম্মতিক্রমে  সভাপতি পদে,মো,আলী আকবর, প্রধান শিক্ষক, তিনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাধারণ সম্পাদক পদে, মো,আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক,নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর  ঠাকুরগাঁও নির্বাচিত হয়েছেন।

ইতিপূর্বে ২০১৪ সালে হরিপুর উপজেলায় প্রাথমিক  শিক্ষক সমিতির সম্মেলনে মাধ্যমে সভাপতি পদে মো,মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো,আলী আকবর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন।

ঠাকুরগাঁও জেলা শাখার শিক্ষক সমিতির সার্বিক তত্ত্বাবধানে সকলের ঐক্যমতের ভিত্তিতে হরিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ঘোষণা করেন এবং  পরবর্তীতে ৫১
 সদস্য বিশিষ্ট কমিটি সবার ঐক্যমতে ভিত্তিতে ঘোষণা করা হবে মর্মে সভায় উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে অবহিত করেন।

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও -২ আসনের সাংসদ মো,মাজহারুল ইসলাম সুজন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল ও হরিপুর নির্বাহী কর্মকর্তা  মো,আরিফুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ও ভাইস চেয়ারম্যান মোছা,মোতাহারা পারভীন সুমি, ভাইস চেয়ারম্যান মো,আবদুল কাইয়ুম পুষ্প জেলা পরিষদের সদস্য মো,আনিসুজ্জামান শান্ত ও মোছা, সাবিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান (ভারপ্রাপ্ত), বাংলাদেশ শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃত্ববৃন্দ, হরিপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শিক্ষক বৃন্দ।

Leave Your Comments