শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান

Date: 2024-05-22
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

শফিকুল ইসলাম (দুখু)।।

গাজীপুর শরীরের ৬ষ্ঠ পর্যায় উপজলা পরিষদ ২য় ধাপের নির্বাচনে  চেয়ারম্যান পদে বিজয়ী হলেন জামিল হাসান (দুর্জয়) ভাইস চেয়ারম্যান নাছির মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান।

১৪৮টি কেন্দ্রের ভোটগ্রহণের শেষে প্রাথমিক বেসরকারী ফলাফলে নবনির্বাচিত চেয়ারম্যান (সাবেক প্রতিমন্ত্রী) মরহুম রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয়।

গত মঙ্গলবার (২১ই মে) রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলা হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) শোভন রাংসা ও সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা হয়।

অত্র উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মো. জামিল হাসান (ঘোড়া) প্রতীক পেয়েছে ৭০ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল (আনারস) প্রতীক পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। অন্যদিক ভাইস চেয়ারম্যান প্রার্থী  নাছির মোড়ল বই প্রতীক ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৩ হাজার ৭৩৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা রহমান সেলাই মেশিন ৫৫ হাজার ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হালিমা খাতুন কলস প্রতীক পেয়েছে ৩৫ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলাই মেশিন প্রার্থী সানজিদা রহমান। 

শ্রীপুর উপজেলার পৌর সহ ০৯টি ইউনিয়নের ১৪৮টি ভোটার কেন্দ্রের তথ্যঅনুযায়ী। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটারের প্রস্তুতি তেমন একটা চোখে না পড়লেও, শেষ বিকেলে কিছু সংখ্যক ভোটারের উপস্থিতির দেখা যায়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ০৬ জন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ০৩ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ০৯ জন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ০৭জন প্রার্থী।

Leave Your Comments