জাল দলিল ও মিথ্যা মামলা দিয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবারের বসতবাড়ি কবরস্থান কেড়ে নিলেন ।

Date: 2024-05-23
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


খান আরিফ।। 

গত ২২-৫-২০২৪ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় বরিশাল আঞ্চলিক প্রেসক্লাব জমজম টাওয়ার রূপতলীতে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা সিপাহী আব্দুল খালেক তালুকদার এর পরিবার, ওই সময় গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি হাবিবুর রহমান পিতা বীর মুক্তিযোদ্ধা সিপাহী মৃত আব্দুল খালেক তালুকদার যার বেশরমরিক গেজেট নং ৫৯১৭, কুলা কানা পোষ্ট, পাঁচগাও, এয়ারপোর্ট থানা,  বরিশাল,।

 আমার প্রতিপক্ষ বাদি গিয়াসউদ্দিন গং আবুল কালাম, আবুল  কাশেম জমির কাগজপত্র ওয়ারিশ সনত জাল জ্বালিয়াতি করে  অতিরিক্ত লাভের আশায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৭১৬/১৪, বাদী পক্ষ গিয়াস উদ্দিন গং   এর কাগজপত্রের সত্যতা না পেয়ে বিবাদী পক্ষের সকল কাগজপত্র আমলে নেয়ার জন্য বিচারক  অনুরোধ করেন। 

বিবাদী পক্ষের আইনজীবী , আমলে না নিয়ে,বাদী পক্ষকে   আদেশ প্রদান করেন বিচারক,  এই আদেশের ফলে  বীর মুক্তিযোদ্ধার পরিবার হারান নিজ বসতবাড়ি,  কবরস্থান চলাচলের রাস্তা ও পুকুর,  বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর উত্তোলন পারেনি অসহায় পরিবার , গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান যাতে তারা মুক্তিযোদ্ধার কবর বসতবাড়ি ফিরে পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেন

Leave Your Comments