ঘোড়ার মিছিলে টেলিফোনের হামলা

Date: 2024-05-24
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


টাঙ্গাইল প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের দেলদুয়ারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে দেলদুয়ার উপজেলার লাউহার্টী বাজারের গরু হাটিতে এ ঘটনা ঘটে।

জানাগেছে ঘোড়া প্রতীকের প্রার্থী  খন্দকার হামিম কায়েস বিপ্লব তার কর্মী সমর্থদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছিল এ সময় অপর পক্ষ দেলদুয়ার উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টেলিফোন প্রতীকের প্রার্থী শিবলী সাদিকের কর্মী সমর্থক গোষ্ঠী তাদের ওপর হামলা চালায় ও প্রচারণায় বাধা প্রদান করে।

এ সময় খন্দকার হামিম কায়েস বিপ্লবের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।ঘোড়া প্রতীকের কয়েকজন কর্মী জানায়, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলাম এ সময় টেলিফোন প্রতীকের একদল কর্মী সমর্থক আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের ওপর হামলা চালায়।

এ ঘটনার হামিম কায়েস বিপ্লব
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । খন্দকার হামিম কায়েস বিপ্লব বলেন আমি সবসময়ই শান্তিপূর্ণভাবে গণসংযোগের চালিয়ে যাচ্ছি।
আমার গনজোয়ার দেখে অপর পক্ষ আমার প্রচারণার কাজে বাধা দিচ্ছে।

এদিকে টেলিফোন প্রতীকের প্রাথী শিবলী সাদিকের সঙে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

Leave Your Comments