স্মার্ট বাংলাদেশের রুপকল্প বাস্তবায়নে ড. ফরহাদ জাহিদের বিশেষ প্রেজেন্টেশন

Date: 2024-06-07
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


নিজস্ব প্রতিবেদক 

স্মার্ট বাংলাদেশের রুপকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের ট্রান্সফরমেশনে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরগণের উপস্থিতিতে 'রুপকল্প" উপস্থাপন করেছেন ড. ফরহাদ জাহিদ শেখ৷ 

বৃহস্পতিবার (৬ জুন) ইউজিসির কনফারেন্স রুমে 
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" বিষয়ক কর্মশালায় তিনি এ প্রেজেন্টেশন দেন৷ 

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন সিনিয়র প্রফেসর ভিসি, প্রো-ভিসি,ট্রেজারার/ডীন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০টি বিভাগের পরিচালকগনের উপস্থিতিতে এ প্রেজেন্টেশন দেওয়া হয়৷ 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান৷ 

কর্মশালায় ড. ফরহাদ জাহিদ শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়সমূহের স্মার্ট রূপান্তরের গুরুত্ব, ভূমিকা এবং স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিতকরণ, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে সহায়িকা হিসেবে ইউজিসির বিভিন্ন উদ্যোগ (নীতি নির্ধারণ, তহবিল প্রদান, প্রকল্প বাস্তবায়ন) সম্পর্কিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনার মধ্য দিয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।

Leave Your Comments