‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক

Date: 2024-07-15
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক।। 

ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই ২০২৪, শনিবার, বিকেল ৪টায়, নিকেতন ঢাকায় রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় কানামাছি আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম এবং বিভিন্ন শাখায় পুরস্কার পেলেন- মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল (ছড়া-কবিতায়), আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল (গল্পে) এবং পলি রহমান (ফিচার/গদ্যে)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন।

Leave Your Comments