সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিভাগের শিক্ষা সফর সম্পন্ন।

Date: 2023-03-05
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি।। 
ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী  কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স
শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে । শিক্ষা সফরে বাংলা  বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স

 শিক্ষার্থীরা ও বিভাগীয় শিক্ষক – শিক্ষিকা তাদের সহযোগীতায় বাংলা বিভাগীয় শিক্ষা সফর আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ ভাবে শিক্ষা সফরে শিক্ষার্থীদের সাথে ছিল বাংলা বিভাগের প্রধান : অধ্যাপক রাবেয়া খাতুন, সহযোগী অধ্যাপক – ড.নাসিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক -কাজী মুহাম্মাদ সাইফুল ইসলাম,সহকারী অধ্যাপক –সুমাইয়া কেয়াম সহকারে  এছাড়াও আরো অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। 
সোহরাওয়ার্দী  কলেজের বাংলা  বিভাগের শিক্ষা সফরের জন্য  ০৪ মার্চ  ২০২৩ শনিবার সকাল ৮ টায় সোহরাওয়ার্দী  কলেজ ক্যাম্পাস থেকে কুমিল্লা 
উদ্দেশ্যে যাত্রা শুরু  করে,কুমিল্লা গিয়ে পৌছিয়েছে বেলা ১১ দিকে, এর পরে শিক্ষার্থীদের ঐতিহাসিক জায়গা গুলো ঘুরে দেখানো হয় শিক্ষার্থীদেরকে।

কুমিল্লা  শিক্ষার্থীদের ঘুরে দেখানো  হয়েছে কুমিল্লা ময়নামতি, শালবন বিহার , বৌদ্ধবিহার,ম্যাজিক প্যারাডাইস পার্ক সহ বিভিন্ন জায়গা। পরে বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত  শিক্ষার্থীদের নিয়ে  সংস্কিতিক  অনুষ্ঠানে  আয়োজন  করা হয়।।
অনুষ্ঠানে নাচ,গান,কবিতা, এই গুলো শেষে সংস্কিতিক অনুষ্ঠানে বিজয়ীদের উপহার তুলে দেন বাংলা বিভাগের  বিভাগীয় প্রধান অধ্যাপক রাবেয়া খাতুন। 

এই বছর বাংলা বিভাগের  ট্যুরে  ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

এই বছর  ট্যুর পরিচালনা দায়িত্বরত শিক্ষক  ড. নাসিমা চৌধুরী কাছে জানতে চাওয়া  হলে।


অনেক বছর পরে বাংলা বিভাগের ট্যুরের আয়োজন করতে পেরে  অনুভূতি সম্পর্কে একটু জানতেন!

আমি অনেক   আনন্দিত সকল শিক্ষার্থীদে নিয়ে আসতে পরে এমন একটা ট্যুরে আয়োজন  করতে পেরে,আগামীতে  আরো সুন্দর করে এই আয়োজন হবে। সকাল  শিক্ষার্থীদের নিয়ে সুন্দর  একটা ট্যুর উপহার দিতে পারবো বলে আমি করি।



এই ট্যুর থেকে শিক্ষার্থীরা  কি শিখতে পারবে বলে আপনি মনে করেনঃ
আমার কুমিল্লা  জেলা কয়েক  জায়গা  গিয়েছি 
সেই খান থেকে শিক্ষার্থীরা ঐতিহাসিক জায়গায়  গুলো থেকে শিক্ষার্থী নিতে পারবে।শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা তৈরি  হবে।


এমন ট্যুর প্রতিবছর করা যাই কিনা!
 
অবশ্যই এমন আয়োজন প্রতি  করা প্রয়োজন  যাতে করে শিক্ষার্থীরা সাথে একে আপরের  সাথে সুন্দর ও 
সম্পর্কে তৈরি  হবে।শিক্ষক সাথে শিক্ষার্থীদের নতুন  বন্ধন সৃষ্টি  হবে।

Leave Your Comments