শেরপুরের শ্রীবরদীতে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Date: 2023-03-17
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



আল আমীন (শেরপুর প্রতিনিধি)।। 

"স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন" এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মতিন, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী। আলোচনা শেষে কেক কাটা হয়। এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।

Leave Your Comments