ভোলার তজুমদ্দিনে জাতির জনক এর জন্মদিনে জেলে উৎসব

Date: 2023-03-18
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

 

পিটি টুটুল, ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য জেলে উৎসব আয়োজিত হয়েছে। 

শুক্রবার তজুমদ্দিনের মেঘনা পাড়ে জেলেদের জীবন ও জীবিকা ঘিরে বাহারি সাজসজ্জা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার সমন্বয়ে এর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এ সময় সাংসদ নুরুন্নবী চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে কারাগারকেই সংসার বানিয়ে লাল সবুজের মানচিত্র উপহার দিয়েছেন। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি উপহার দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। সিসি ব্লক বেড়িবাঁধ স্থাপনের মাধ্যমে ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষা করায় ভোলার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা  নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ্ কিরন, ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবীগণ। অনুষ্ঠান শেষে জেলে পরিবারের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন

Leave Your Comments