সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর

Date: 2023-08-03
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



বার্তা ডেস্ক: সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের মধ্যে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির আইনজীবীরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন বলে আওয়ামীপন্থিদের অভিযোগ। তবে বিএনপিপন্থিরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।


সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। মিছিলে তারা তারেক রহমানের মামলার রায় নিয়েও স্লোগান দেন।

একই সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ২টার দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীদের মিছিল মুখোমুখি হলে পাল্টাপাল্টি স্লোগান, হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এক পর্যায়ে একদল আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করেন এবং তার নেমপ্লেট এবং পাশের সভাপতির কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন।

Leave Your Comments