ইউক্রেনের চার অঞ্চলের লোকদের যুদ্ধে পাঠাতে চায় রাশিয়া

Date: 2022-09-28
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

রুশ অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে পাঁচ দিন ধরে চলা গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল জনরায় এসেছে বলে জানিয়েছেন অঞ্চলগুলোর মস্কোপন্থী প্রশাসনিক কর্মকর্তারা। তাঁদের বক্তব্য অনুযায়ী পরে কিছু প্রক্রিয়া শেষে অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণভোটের মধ্যেই অধিকৃত চার অঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে ইউক্রেনীয় পুরুষদের তালিকা করতে শুরু করেছেন রাশিয়ার সেনারা। স্থানীয়রা জানান, গণভোটের পর রুশ বাহিনীর হয়ে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে তাঁদের। ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের এসব অঞ্চল ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।দখলকৃত অঞ্চলের মস্কোপন্থী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক গণনা শেষে দেখা গেছে, জাপোরিঝিয়ায় ৯১ শতাংশ, খেরসনে ৮৭ শতাংশ, লুহানস্কে ৯৮ শতাংশ এবং দোনেেস্ক ৯৯ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত শুক্রবার বলেছিলেন, তিনি মনে করেন কাজটি দ্রুতই হবে। কারণ যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সারা হয়েছে।
গণভোটের প্রথম দিনেই খেরসন ছেড়ে স্বামী-সন্তান নিয়ে পালান ইরায়না। এত দিন বৃদ্ধ দাদির সেবা করতে যুদ্ধের মধ্যেও থেকে গেছেন তাঁরা।বিবিসিকে ইরায়না বলেন, ‘গণভোট ও পুতিনের রিজার্ভ সেনা ডাকার ঘোষণার পরই বুঝতে পারছিলাম, বয়স ও শারীরিক সামর্থ্য বিচার না করেই লোকজনকে জোর করে বন্দি করা হবে।’ ইরায়না আরো বলেন, ‘আমরা গ্যাস কিংবা বিদ্যুত্ ছাড়াও বেঁচে থাকতে পারব। কিন্তু এটাই (সেনাবাহিনীতে তলব) ছিল আমাদের জন্য শেষ সীমা।’রাশিয়ার রিজার্ভ সেনা তলব যুদ্ধে হতাহত বাড়াবে বলে বিবিসির প্রতিবেদককে বলেছেন ইউক্রেনের সেনারা। অন্যদিকে মস্কো আগেই সতর্ক করে বলেছে, কিয়েভ যদি এসব অঞ্চল পুনর্দখলের চেষ্টা করে, তবে তাকে রুশ ভূখণ্ডে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

Leave Your Comments