বয়স্ক ভাতার টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের অপসারণের দাবীতে মানববন্ধন

Date: 2023-09-20
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥

 ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী বিধবা ভিক্ষুক নারীর বয়স্ক ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার ভগদগাজী বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ গ্রহণ করে। এ সময় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর মেম্বার ফারুক হোসেনের অপসারণসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন স্থানীয়রা। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে এক বয়ষ্ক নারীকে অভিযুক্ত ফারুক হোসেনের ছবিতে জুতা দিয়েও আঘাত করতে দেখা যায়।

উল্লেখ্য ৯৩ বছর বয়সী সহিরন বেওয়া ওই ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুনিরউদ্দীনের স্ত্রী। ভিক্ষা করে জীবন চলে তার। ২০২০ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকের মাধ্যমে বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন সহিরন। পরে মোবাইলে ভাতা দেওয়া শুরু হলে ইউপি সদস্য ফারুক ছেলে শাকিলের মোবাইল নম্বর দেয় সহিরনের মোবাইল নম্বরের স্থানে। র্দীঘদিনেও সহিরন ভাতার টাকা না পেয়ে ইউপি সদস্য ফারুকের সাথে যোগাযোগ করলে সহিরনের ভাতার কার্ডটি নষ্ট হয়েছে বলে জানিয়ে দেয় ফারুক। 

চলতি মাসে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহিরন জানতে পারেন তার ভাতার কার্ড বন্ধ হয়নি বরং টাকা যাচ্ছে ইউপি সদস্য ফারুকের ছেলে শাকিলের মোবাইল নম্বরে। এ ঘটনায় ভুক্তভুগি সহিরন বেওয়া ইউপি সদস্য ফারুকের নামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

Leave Your Comments