মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ

Date: 2024-04-08
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডলের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করেন।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ চেয়ারম্যানের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত ৯ মার্চ (শনিবার) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত জলিরপাড় ইউনিয়নের ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিভা মন্ডল ৫ হাজার ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার মটরসাইকেল প্রতীকে পান ৩ হাজার ৬’শ ২৮ ভোট। জলিরপাড় ইউনিয়ন প‌রিষদের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায় মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়েছিল। শপথ বাক্য পাঠ শেষে নব নির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডল বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ যেসকল জায়গায় উন্নয়ন প্রয়োজন সেসব স্থান উন্নয়ন করা জন্য চেষ্টা করবো। প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী জলিরপাড় ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। 

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, যেসব বাক্য পড়ে শপথ পাঠ করা হলো যেসব বিষয় মাথায় রেখে ইউনিয়ন পরিষদের কর্মকান্ড পরিচালনা, সরকার ইউনিয়ন পরিষদের উপর যেসব দায়িত্ব অর্পণ করেছে সেসব যথাযথভাবে পালন করার আহবান জানান।

Leave Your Comments