জম্মু-কাশ্মীরে ডিজিপির গলাকাটা দেহ উদ্ধার

Date: 2022-10-04
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অব প্রিজন (ডিজিপি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। জম্মুর উদাইওয়ালা এলাকায় বাড়ি থেকেই তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আগুনে পোড়ার দাগ রয়েছে। ৫৭ বছর বয়সী লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

লস্কর-ই-তাইয়্যেবার ভারতীয় শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফোর্স (পিএএফএফ) হেমন্ত কুমার লোহিয়াকে হত্যার দায় স্বীকার করেছে। লোহিয়ার বাড়ির পরিচারক ইয়াসির পলাতক রয়েছে। তাকেই মূল অপরাধী বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইয়াসির জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বাসিন্দা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে, সন্ত্রাসবাদী সংগঠন পিএএফএফ বলেছে, আমাদের বিশেষ স্কোয়াড জম্মুর উদাইওয়ালায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। পুলিশের কারা বিভাগের ডিজি এইচকে লোহিয়াকে খতম করেছে।

Leave Your Comments