ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালী পুজার নামে চাঁদা উত্তোলনে যাত্রা গান অনুষ্ঠিত

Date: 2022-10-26
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার ৩নং খনগাঁও ইউনিয়নের তেঁতুল তলা আঙ্গেরা মহাশ্মশানে দিনব্যাপী কালীপূজা উপলক্ষে যাত্রা গান বাজনা অনুষ্ঠিত হয়। 

জানা যায়,সোমবার ও মঙ্গলবার রাতে জাগরণ শেষে মঙ্গলবার দিনব্যাপী কালীপূজার নামে মেলা বসানো হয়।মেলায় কসমেটিকস,মিষ্টি মিষ্টান্ন সহ বিভিন্ন রকমের দোকান পাট বসে।এবং মঙ্গলবার দিন ব্যাপী কালূীপুজা উপলক্ষে মেলার দোকান পাটসহ বিভিন্ন লোকের কাছে কালীপূজা ও যাত্রা গানের নামে চাঁদা কালেকশন করা হয়।সেই কালেকশন কৃত টাকা দিয়ে যাত্রা গানের দলকে বিদায় করা হয়।

প্রকাশ থাকে যে,ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতি গান বাজনা না করায় এবং কালীপূজার নামে চাঁদা উত্তোলন করে যাত্রা গান করায় অনেকে তীব্র নিন্দা জানায়।

Leave Your Comments