বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় সার্বজনীন পূজা মন্দিরে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আসন্ন সরস্বতীপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা থেকে ২টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আনিছ (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর বলেন, জঘন্যতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত আনিছ মানষিক ভাবে বিকারগ্রস্ত।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।