রাবিতে ক্যাম্পাস ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
Date: 2023-01-26
বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার গুরুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'ক্যাম্পাস ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০২২' এর পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাবির গ্রাফিক ডিজাইন,কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম তাহমিদুর রহমানের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়। 'ক্যাম্পাস ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০২২' শিরনামে প্রতিযোগিতায় মোবাইল ক্যাটাগরি, ডিএসএলআর ক্যাটাগরি এবং ড্রোন ক্যাটাগরি এই ৩ ক্যাটাগরিতে মোট ৭ জনকে পুরস্কৃত করা হয়েছে এ ছাড়া সেরা ১০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
ড্রোন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তামিম ই মোহাম্মদ জিনিয়াস (২০১৬-'১৭), ডিএসএলআর ক্যাটগরিতে
প্রথম স্থান অর্জন করেছেন,নাসির আলম, মৃৎ শিল্প ও ভাস্কর্য বিভাগ (২০১৭-'১৮), দ্বিতীয় -নাজমুল আজাদ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (২০১৬-'১৭), তৃতীয় - আবদুল্লা আল মামুন,অর্থনীতি বিভাগ (২০১৭-'১৮)
মোবাইল ক্যাটগরিতে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ জহুরুল ইসলাম জোহা - ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলি বিভাগ (২০১৮-'১৯) , দ্বিতীয় -রিন্টু তনচংগা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (২০১৯-২০)
তৃতীয় - মোঃ তাজমিনুর রহমান- মৃৎ শিল্প ও ভাস্কর্য বিভাগ (২০১৮-'১৯)।
উল্লেখ্য, ক্যাম্পাস ফটোগ্রাফি প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে ছবি গ্রহণ শুরু শুরু হয়েছিলো ২০২২ সালের মার্চে।