ইবি রেজিস্ট্রারের 'গোপন লেনদেনের' অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

Date: 2023-03-19
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



আহসান হাবীব রানা, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কন্ঠ সদৃশ গোপন লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক শেখ ড. আবদুস সালাম। 

রবিবার (১৯ মার্চ)  উপ-রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান মোল্লা (পিএস টু ভাইস চ্যান্সেলর) স্বাক্ষরিত এক সূত্র ধরে এ তথ্য জানা যায়।

উক্ত তদন্ত কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট  এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড.  মিয়া মো. রাশেদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং উপ-রেজিস্ট্রার শিক্ষা মোঃ আলীবদ্দীন খান।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ সাথী খাতুন নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কণ্ঠ সদৃশ অডিও ফাঁস হয়। এ অডিওতে মঈন নামের এক ঠিকাদারের সাথে রেজিস্ট্রারের গোপন লেনদেনের তথ্য পাওয়া যায়।

Leave Your Comments