আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): বাদল নামে পলাতক এক ডাকাত সর্দারকে ঢাকার কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তার পুরো নাম ডাকাত সর্দার মো. বাদল শরীফ (৪২), পিতা- মো. ওহাব শরীফ, সাং- রবিপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল। সে বরিশাল জেলার বন্দর থানায় ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামী বলে র্যাব সূত্র জানায়।
র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে সূত্রটি বার্তা বিচিত্রাকে জানায় যে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ, শুক্রবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ধোপাশুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামী ডাকাত সর্দার বাদলকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল স্বীকার করে যে, সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর-২০২২ খ্রিঃ তারিখ বরিশাল জেলার বন্দর থানাধীন চাঁদপুর ইউনিয়নের হিজলতলা এলাকার একটি বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করেছিল। এছাড়া সে তার ডাকাত দলসহ বেশ কিছুদিন যাবত ঢাকা-বরিশাল মহাসড়ক ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। পরে ডাকাত সর্দার বাদলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।