ষাটোর্ধ্ব মৌলুদা মাদকসহ র‌্যাবের হাতে আটক

Date: 2023-05-24
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন



অব্দুল্লাহ আল মামুন।। মোছা. মৌলুদা বেগম নামে ৬১ বছরের এক বৃদ্ধাকে ৯৮ গ্রাম হেরোইনসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শ্যামপুর মডেল থানা এলাকা থেকে মৌলুদাকে গ্রেফতার করা হয়। তার দখল হতে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানা যায়। 
সূত্র জানায়, “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব সারাদেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ মে, বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি ষাটোর্ধ্ব মোছা. মৌলুদা বেগমকে আটক করে। এ সময় তার নিকট থেকে উল্লেখিত মাদক ছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫ শত ১০ টাকা ও ১ টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। 
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌলুদা স্বীকার করে যে, বেশ কিছুদিন যাবত সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুর থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানায়।

Leave Your Comments