ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষায় (ডি ইউনিট) ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এতে চারটি বিভাগের অধীন মোট ৩২০ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী। যা আসনপ্রতি দাঁড়ায় প্রায় ৭ জন। গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে আগামী ৫ জুন ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইসিটি সেল সূত্র জানিয়েছে, গত ২১ মে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। ‘ডি’ ইউনিটে চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ১২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। এই ৪টি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসন রয়েছে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।