এবার গল্পভিত্তিক চলচ্চিত্রে তরুণ প্রজন্মের মডেল ও নৃত্যশিল্পী মায়িশা প্রাপ্তি

Date: 2022-11-23
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


রিফাত রাহুল খাঁন -

সিনে মিডিয়া প্রযোজনায় নির্মাতা তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই তরুণ মডেল ও নৃত্যশিল্পী মায়িশা প্রাপ্তি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মি, শিশির সরদার, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন সহ আরও অনেকেই।

এ প্রসঙ্গে প্রাপ্তি জানিয়েছেন, মধ্যবিত্ত সিনেমাটি একটি গল্প নির্ভর সিনেমা, যেখানে আমাদের সমাজের চারিদিকের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এই গল্পে প্রতিটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রাপ্তি আরও বলেন, আমাদের বেশ কিছু দিন ধরে কথা চলছে এই সিনেমাটি নিয়ে। পরিচালকের লেখা গল্প, কাহিনী ও সংলাপ আমার কাছে ভালো লাগায় গত শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমা আমার ভালোবাসার জায়গা।

ছোটবেলা থেকেই সপ্ন দেখতাম বড় পর্দায় কাজ করার ও ইচ্ছে ছিল এমন একটি গল্পভিত্তিক সিনেমায় কাজ করতে চাই যেখানে আমি আমার অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারব। এখানে সেরকম একটি চরিত্রে দর্শক ও আমার ভক্তরা আমাকে দেখতে পাবেন। প্রাপ্তি সিনেমায় প্রথম হলেও শোবিজে নতুন নন। সাড়ে ৩ প্রায় বয়স থেকে নাচ, গান, আবৃত্তি দিয়েই যাত্রা শুরু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের একজন ছাত্রী। প্রাপ্তি ময়মনসিংহের মেয়ে, সাংস্কৃতিক পরিবারেই তার জন্ম। বাবা মায়ের উৎসাহে নাচকে ধরে রেখে অনেক দূর এগিয়ে এসেছেন এই প্রাপ্তি। বিভিন্ন সরকারি, বেসরকারি টিভি চ্যানেলসহ, বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্টানগুলোতেও নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এছাড়াও নিয়মিত মডেলিং ও ড্যান্স কোরিগ্রাফির কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই তার অভিনীত বেশ কয়েকটি মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য লুকোচুরি, মমিসিংগা পুলাপাইন এবং কাশফুল শুভ্র বিকেলে।

Leave Your Comments