নওগাঁয় দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Date: 2022-12-07
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন


মাহাবুব হাসান মারুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শতাধিক শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। 

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন মুসলিম হেলফেন-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল ও একটি করে চাদর দেয়া হয়। 

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও চাদর বিতরন করেন। এসময় হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নূারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন এবং মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ এস এম রাইহান আলম।

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে এসব কম্বল ও চাদর বিতরণ করা হয়।

Leave Your Comments