মানিকগঞ্জের শিবালয়ে বিএডিসি'র নবনির্মিত অফিস ভবন এবং ৬০০ বিঘা জমির জলাবদ্ধতা দূরীকরণে সাজাপুর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

Date: 2022-12-29
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

স্টাফ রিপোর্টারঃ ২৭ ডিসেম্বর ২০২২ খ্রি. বিএডিসি'র বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় নবনির্মিত বিএডিসি শিবালয় ইউনিট অফিস এবং তেওতা ইউনিয়নের ৬০০ বিঘা জলাবদ্ধ অনাবাদি জমিতে চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যে সাজাপুর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়। বিএডিসি'র চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এ এফ এম হায়াতুল্লাহ মহোদয় ভিডিও কনফারেন্সে উক্ত কাজ সমূহের শুভ উদ্বোধন করেন। এসময় শিবালয় প্রান্তে উপস্থিত ছিলেন বিএডিসি'র প্রকল্প পরিচালক, বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম; উপজেলা চেয়ারম্যান, শিবালয় বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউর রহমান খান (জানু); অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ জনাব সানোয়ারুল হক; নির্বাহী প্রকৌশলী, বিএডিসি, গাজীপুর রিজিয়ন প্রকৌশলী কাজী ফারুক হোসেন; উপজেলা নির্বাহী অফিসার, শিবালয় জনাব মোঃ জাহিদুর রহমান; নির্বাহী প্রকৌশলী, প্রকল্প দপ্তর, বিএডিসি প্রকৌশলী আছিয়া খাতুন; সহকারী প্রকৌশলী, বিএডিসি মানিকগঞ্জ জোন জনাব তিতাস; উপজেলা প্রকৌশলী ও কৃষি অফিসার, শিবালয়; তেওতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন বিএডিসি মানিকগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ; স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ; সাংবাদিকবৃন্দ; কৃষকবৃন্দ; ঠিকাদার প্রতিনিধি এবং এলাকাবাসী।

Leave Your Comments