কমলা হ্যারিস আসছেন, শুনেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Date: 2022-09-29
news-banner

বার্তা বিচিত্রা সর্বশেষ সংবাদ পেতে Google news অনুসরণের জন্য ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফরের খবর প্রচারিত হওয়ার পর তার সফরের এক দিন আগেই শর্ট রেঞ্জের দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ এবং ৬টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান অঞ্চল থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএতে অবশ্য সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদ এখনও প্রকাশ করা হয়নি। সরকারের কোনো কর্মকর্তাও এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

এর আগে বেশ কয়েকার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র অন্যান্য নিষ্ঠুর শক্তিদের থেকে আত্মরক্ষার্থে আধুনিক সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বুধবারের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পরিকল্পনা নেই বরং, দেশটির সঙ্গে এখনও আলাপ-আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ শক্তিশালী করতে ‍যুক্তরাষ্ট্র আগ্রহী।

Leave Your Comments