গোলাম রব্বানী,
হরিপুর( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান এর সভাপতিত্বে সোমবার ২৫/০৯/২৩ ইং উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল,অফিসার ইনচার্জ পক্ষে তদন্ত অফিসার মোঃ শহিদ, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর,৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অফিসার ইনচার্জ পক্ষে ওসি তদন্ত বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, মাদক বিরুদ্ধে অভিযান চলছে, সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ।
বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করছি। বর্তমানে রাস্তাঘাটের সমস্যা আছে।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।